সিএমপির ডবলমুরিং থানার অভিযানে গ্রেপ্তার ফাঁদে ফেলে চাঁদা আদায় চক্রের চারজন। ছবি: সিএমপি

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডবলমুরিং থানার অভিযানে ফেসবুকের মাধ্যমে প্রেমের ফাঁদে ফেলে চাঁদা আদায় চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

ওই চারজনের কাছ থেকে একটি মোবাইল, একটি সিম, ১ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, ২৪ মে রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ১০টার মধ্যে ডবলমুরিং মডেল থানাধীন আগ্রাবাদ দামুয়া পুকুরপাড়ের সাইফুলের বিল্ডিংয়ের চতুর্থ তলার ১ নম্বর কক্ষে সাইফুল ইসলাম, জাহিদ হোসেন, মো. হৃদয় ও জান্নাতুল নাইমা সামিরা বাদী মো. জনি আকবরকে অন্যায়ভাবে আটক করেন। তাঁরা তাঁকে মারধর ও ভয়ভীতি দেখিয়ে একটি মোবাইল ফোন ও ১৪ হাজার টাকা নিয়ে যান।

খবর পেয়ে ডবলমুরিং থানা-পুলিশ ২৫ এপ্রিল নগরীর ডবলমুরিং থানাধীন দামুয়া পুকুরপাড়ে অভিযান চালিয়ে সাইফুল, জাহিদ, হৃদয় ও সামিরাকে একটি মোবাইল, একটি সিম, ১ হাজার ৯০০ টাকাসহ গ্রেপ্তার করে।