সিলেট ডিবির অভিযানে উদ্ধারকৃত ভারতীয় পণ্য। ছবি: পুলিশ নিউজ

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ১ কোটি ৯৪ লাখ ৬৮ হাজার টাকার ভারতীয় পণ্যসহ একটি ডাম্পট্রাক আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বেলা আড়াইটার দিকে মোগলাবাজার থানাধীন শ্রীরামপুর পয়েন্টে চেকপোস্ট করাকালে শাহপরান ব্রিজ অতিক্রম করে শ্রীরামপুর পয়েন্ট অভিমুখী একটি ডাম্পট্রাককে থামানোর জন্য সিগন্যাল দেয় ডিবি। ট্রাকটি সিগন্যাল অমান্য করে মোগলাবাজার থানাধীন ভগতিপুর আবাসিক এলাকা অতিক্রমকালে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের দক্ষিণ পার্শ্বে ভগতিপুর আবাসিক এলাকার এক নম্বর রোডের মুখে পাকা রাস্তার ওপর ট্রাকটি ফেলে রেখে চালক এবং অজ্ঞাতনামা সহযোগী গ্রামের দিকে দৌড়ে পালিয়ে যান। অজ্ঞাতনামা আসামিদের ফেলে যাওয়া ট্রাকটি তল্লাশি করে ৩ হাজার ৫৮৮টি বিভিন্ন রকমের ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১ কোটি ৭৯ লাখ ৪০ হাজার টাকা। ৩৮২টি শালও উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১৫ লাখ ২৮ হাজার টাকা। একই সঙ্গে একটি ডাম্পট্রাক উদ্ধার করা হয়।

পলাতক আসামির নামে এসএমপির মোগলাবাজার থানায় মামলা করা হয়েছে।