জব্দ করা গাঁজা ও ফেনসিডিল। ছবি : ডিএমপি

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে ৬৩ কেজি গাঁজা ও ৩০ বোতল ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) তেজগাঁও বিভাগ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়।

ডিএমপি জানায়, বুধবার (১২ অক্টোবর) রাতে যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।

তাঁরা হলেন বিল্লাল হোসেন, রাজু আহমেদ রাজু ও মোসা. সালমা আক্তার।

গোয়েন্দা তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. আনিচ উদ্দীন বলেন, কুমিল্লা থেকে একটি সাদা প্রাইভেট কারে গাঁজা ও ফেনসিডিলের চালান রাজধানীর যাত্রাবাড়ীর দিকে আসছে, এমন তথ্যের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শনির আখড়া এলাকায় অবস্থান নেয় পুলিশ।
ঘটনাস্থলে এলে পুলিশ ব্যারিকেড দিয়ে প্রাইভেট কারটি থামায় পুলিশ। এ সময় বিল্লাল, রাজু ও সালমাকে গ্রেপ্তার করা হয়। পরে প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ৬৩ কেজি গাঁজা ও ৩০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা ও ফেনসিডিল সংগ্রহ করে ঢাকা শহর ও আশপাশের এলাকায় বিক্রি করতেন।

আসামিদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।