পুলিশি হেফাজতে তিন আসামি এবং জব্দ করা গাঁজা। ছবি : ডিএমপি

রাজধানীর তেজগাঁও থেকে ৬০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) তেজগাঁও বিভাগ। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়।

ডিএমপি জানায়, বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে তেজগাঁও থানাধীন শহীদ তাজউদ্দিন আহম্মেদ সরণী থেকে আসামি মো. শহিদ মিয়া, মো. হোসেন ও মো. সুমন আহমেদকে গ্রেপ্তার করা হয়।

গোয়েন্দা তেজগাঁও বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার রাজন কুমার সাহা জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। এ সময় প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ৬০ কেজি গাঁজা জব্দ করা হয়।

জব্দ করা প্রাইভেট কার। ছবি : ডিএমপি

জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, দেশের বিভিন্ন এলাকার মাদক কারবারিদের কাছ থেকে গাঁজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।

তাঁদের বিরুদ্ধে তেজগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।