পুলিশি হেফাজতে আসামি। ছবি : বাংলাদেশ পুলিশ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বায়েজিদ বোস্তামী থানার অভিযানে ৫০০ লিটার চোলাই মদ, একটি প্রাইভেট কারসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

গত সোমবার (২০ মে) নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন আশেকানে আউলিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা মাঠ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আসামি সাজ্জাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ছিনতাই ও ডাকাতির প্রস্তুতির মামলা আছে।

বায়েজিদ বোস্তামী থানার উপপরিদর্শক (এসআই) মো. আজহারুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বায়েজিদ থানাধীন ওয়াজেদিয়া মোড়ে চৌকি বসিয়ে তল্লাশি চালায় পুলিশ। এ সময় একটি প্রাইভেট কার সিগন্যাল অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে আশেকানে আউলিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা মাঠ থেকে চালককে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে জব্দ করা হয় ৫০০ লিটার চোলাই মদ। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।