জব্দকৃত ইয়াবা বড়ি। ছবি: পুলিশ নিউজ

রাজধানীর শাহবাগ থানা এলাকা থেকে ১০ হাজার ইয়াবা বড়িসহ ৬ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত দুটি প্রাইভেট কার জব্দ করা হয়।

ডিএমপি জানায়, গত বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন মো. নয়ন, মো. আরিফুর রহমান আরিফ, মো. আশরাফুল ইসলাম অভি, মো. সেলিম, আব্দুল্লাহ আল মামুন ও মো. রবিউল আউয়াল।

অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবি উত্তরা বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী কমিশনার হাবিবুর রহমান জানান, কতিপয় মাদক কারবারি কক্সবাজার থেকে প্রাইভেট কারে করে ইয়াবা নিয়ে ঢাকায় আসছে, এমন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অবস্থান নেয় পুলিশ। বিকেল ৫টার দিকে একটি কালো রঙের ও আরেকটি সাদা রঙের টয়োটা প্রাইভেট কার আটক করা হয়। পরবর্তী সময়ে প্রাইভেট কার দুটিতে তল্লাশি চালিয়ে ১০ হাজার ইয়াবা বড়ি জব্দ এবং আসামিদের গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।

জব্দকৃত প্রাইভেট কার। ছবি: পুলিশ নিউজ

শাহবাগ থানায় দায়ের করা মামলায় আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।