৩৮তম বিসিএস (পুলিশ) ক্যাডারের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপাররা। ছবি: বাংলাদেশ পুলিশ

৩৮তম বিসিএস (পুলিশ) ক্যাডারের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে পাঁচ নবীন কর্মকর্তা পেয়েছেন ‘সেরার’ পুরস্কার। কৃতিত্বের সঙ্গে প্রশিক্ষণ শেষ করায় বিভিন্ন ক্যাটাগরিতে তাঁরা এই পুরস্কার পেয়েছেন।

রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ২৯ জানুয়ারি (রোববার) মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেরাদের হাতে পদক তুলে দেন। এ সময় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান, বাংলাদেশ (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার) পিপিএম, পুলিশ একাডেমির প্রিন্সিপালসহ পুলিশ বাহিনী ও সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পদকপ্রাপ্তদের মধ্যে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. সাকিবুল আলম ভুইয়া পুরস্কার পেয়েছেন সেরা প্রবেশনার হিসেবে। শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. জাহাঙ্গীর কবির হয়েছেন বেস্ট একাডেমিক। শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার শুভ্র দেব হয়েছেন বেস্ট ইন ফিল্ড। বেস্ট ইন হর্সম্যানশিপ হয়েছেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান। বেস্ট শুটার হয়েছেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. রাসেল রানা।