ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি : সংগৃহীত

ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলে পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো এখন ৮০০ গোলের অধিকারী। ক্যারিয়ারে মোট ১ হাজার ৯৭ ম্যাচ খেলা এই ফরোয়ার্ডের গোল সংখ্যা এখন ৮০১। খবর সমকালের।

রোনালদোর গোলগুলোর মধ্যে পাঁচটি স্পোর্টিং লিসবন, ১৩০টি ম্যানচেস্টার ইউনাইটেড, ৪৫০টি রিয়াল মাদ্রিদ, ১০১টি জুভেন্টাস ও ১১৫টি পর্তুগাল জাতীয় দলের জার্সিতে করেছেন।

গতকাল বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রাতে ওল্ড ট্র্যাফোর্ডে ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালের বিপক্ষে ইতিহাস গড়া গোলটি করেন তিনি। এতে জয়ের ধারায়ও ফেরে ম্যানচেস্টার ইউনাইটেড। ঘরের মাঠ ৩-২ গোলে আর্সেনালকে হারায় রোনালদোরা।

আরইসি স্পোর্ট সকার স্ট্যাটিস্টিক্স ফাউন্ডেশনের তথ্য অনুসারে, ৮০৫ গোল করা চেক-অস্ট্রিয়ান স্ট্রাইকার জোসেফ বিকান রয়েছেন সর্বোচ্চ গোলের তালিকায় শীর্ষে। তবে তাঁকে ছাড়িয়ে যাওয়াটা দারুণ ফর্মে থাকা রোনালদোর জন্য সময়ের ব্যাপার মাত্র।

প্রিমিয়ার লিগে টানা তিন ম্যাচে জয়শূন্য ছিল ইউনাইটেড। ১৪ ম্যাচে ছয় জয় ও তিন ড্রয়ে তাদের অর্জন ২১ পয়েন্ট। তারা পয়েন্ট তালিকার সাত নম্বরে উঠে এসেছে।