ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। ছবি: সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, পোল্যান্ডের পূর্বাঞ্চলে মঙ্গলবারের ক্ষেপণাস্ত্র আঘাত হানার ব্যাপারে তাঁর কাছে কোনো তথ্য নেই। খবর বাসসের।

পেসকভের উদ্ধৃতি দিয়ে সিএনএনের খবরে বলা হয়, ‘দুর্ভাগ্যবশত ওই ঘটনার ব্যাপারে আমি কোনো তথ্য জানি না বা আমার কাছে কোনো তথ্য নেই।’

অনানুষ্ঠানিক সূত্রের বরাত দিয়ে মঙ্গলবার পোল্যান্ডের রেডিও জেট জানায়, দুটি ক্ষেপণাস্ত্র ইউক্রেন সীমান্তবর্তী পোল্যান্ডের পূর্বাঞ্চলীয় লুবলিন ভইভোদাশিপের প্রজিউওদো গ্রামের শস্যখেতে আঘাত হানে।

খবরে বলা হয়, এ ঘটনায় দুজন নিহত হয়েছে, তবে এ দুই ক্ষেপণাস্ত্র কোন দেশের তৈরি, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রুশ সামরিক বাহিনী ইউক্রেন-পোলিশ সীমান্ত এলাকা লক্ষ্য করে কোনো অভিযান চালায়নি।