পেরুর সরকার রোববার বলেছে, সে দেশে করোনার চতুর্থ ঢেউ আঘাত হানতে শুরু করেছে। করোনায় বিশ্বের যেসব দেশে মৃত্যুহার অনেক বেশি, পেরু তার অন্যতম।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, পেরুর স্বাস্থ্যমন্ত্রী জর্জ লোপেজ স্থানীয় আরপিপি রেডিওকে বলেন, ‘আমরা দেখছি, দেশটির রাজধানী এবং জুনিন, অরিকুইপা, কসকোসহ বিভিন্ন প্রদেশে করোনা বাড়ছে। আসলে আমরা বর্তমানে কোভিড-১৯ এর চতুর্থ ঢেউয়ের মধ্যে রয়েছি।’

পেরুর সরকারি সূত্র অনুযায়ী, এ মাসের শুরু থেকে প্রতি সপ্তাহে করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে, ১ হাজার ৮০০ থেকে ১১ হাজার পর্যন্ত। এখানে অন্তত ৬৫ শতাংশ সক্ষম ব্যক্তি করোনা টিকার তিনটি ডোজ গ্রহণ করেছেন। ৮০ শতাংশের বেশি লোক নিয়েছেন দুই ডোজ।