প্রতারণার মাধ্যমে এক বয়োজ্যেষ্ঠ নারীর কাছ থেকে তাঁর স্বামীর পেনশনের টাকা নিয়ে পালানোর সময় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে চুয়াডাঙ্গা সদর থানা-পুলিশ।

বুধবার (৩ মে) দুপুরে চুয়াডাঙ্গার সোনালী ব্যাংক এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আসামি মো. আব্দুল মান্নান ভূঁইয়ার (৬৫) বাড়ি মাদারীপুরের শিবচর থানা এলাকায়। তাঁর বিরুদ্ধে টাঙ্গাইলের বাসাইল থানায় মামলা রয়েছে।

পুলিশ জানায়, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সোনালী ব্যাংকের চুয়াডাঙ্গা শাখায় স্বামীর পেনশনের টাকা তুলতে যান মোছা. ফারসিনা বেগম (৬০)। সেখান থেকে ৮ হাজার টাকা তুলে গুনছিলেন তিনি।

এ সময় আসামি মান্নান খুচরা টাকা দেওয়ার প্রস্তাব দিলে রাজি হন ভুক্তভোগী। তাঁকে এক বান্ডিল খুচরা টাকা দিয়ে কৌশলে ৮ হাজার টাকা নিয়ে পালিয়ে যান। খুচরা টাকা গুনে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে চিৎকার করেন ভুক্তভোগী।

পুলিশ আরও জানায়, তাঁর চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে আসেন কর্তব্যরত তিন পুলিশ সদস্য। এ সময় চুয়াডাঙ্গা থানা-পুলিশের সহযোগিতায় প্রতারক মান্নানকে গ্রেপ্তার ও টাকা উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। টাকা ফিরে পেয়ে পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান ওই বয়োজ্যেষ্ঠ নারী।