নৌ পুলিশের অভিযানে উদ্ধার করা জাটকার একাংশ। ছবি: বাংলাদেশ পুলিশ

ভোলার পূর্ব ইলিশা সদর নৌ থানার পুলিশ মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৭ লাখ ৪০ হাজার ২০০ মিটার অবৈধ কারেন্ট জাল এবং ১৪৫ কেজি জাটকা জব্দ করেছে।

আজ ৪ এপ্রিল সকালে পূর্ব ইলিশা সদর নৌ থানার ইনচার্জের নেতৃত্বে একটি টিম সঙ্গীয় অফিসার এবং ফোর্সসহ মেঘনা নদী এবং এর বিভিন্ন শাখায় অবৈধ জালবিরোধী অভিযান চালায়।

উদ্ধার করা জালের আনুমানিক মূল্য ২ কোটি ২২ লাখ ৬ হাজার টাকা। জাটকার আনুমানিক মূল্য ৪৩ হাজার ৫০০ টাকা। এ ছাড়া দুজনের বিরুদ্ধে ভোলা সদর থানায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে মামলা হয়েছে।

পরে জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস এবং মাছগুলো এতিমখানায় বিতরণ করা হয়।