প্রতীকী ছবি

রাজধানীর কামরাঙ্গীরচর থানা এলাকায় পূর্বশত্রুতার জেরে হত্যার ঘটনায় এক আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কামরাঙ্গীরচর থানা-পুলিশ।

ডিএমপি জানায়, শুক্রবার (২৪ জুন) দিবাগত রাতে মধ্য রসুলপুর এলাকা থেকে আসামি মো. রেশাদুল ইসলাম রেশাদকে গ্রেপ্তার করা হয়।

কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, ২৩ জুন ভোরে কামরাঙ্গীরচরের আল আমিন মসজিদ গলির একটি বাসায় হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ওই দিন বিকেলে ভুক্তভোগীর বাবা একটি হত্যা মামলা করেন। তদন্তের ধারাবাহিকতায় আসামিকে শনাক্ত করে শুক্রবার গ্রেপ্তার করা হয়।

হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে তদন্তকারী কর্মকর্তা বলেন, হত্যাকারী রেশাদ ও ভুক্তভোগী মো. শাওন আহম্মেদ রাফিন পরস্পর বন্ধু। গত মহররমের মিছিলের সময় তাঁদের মধ্যে বাগবিতণ্ডা হয়। বিষয়টি রেশাদ মনের মধ্যে পুষে রাখে। ঘটনার দিন রাত ৩টার দিকে রুটি ও কলা নিয়ে ভুক্তভোগী রাফিনের বাসায় যায় রেশাদ। সেখানে দুজনে কলা ও রুটি খায়। এরপর রাফিন ঘুমিয়ে পড়লে ছুরি দিয়ে আঘাত করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।

হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও ভুক্তভোগীর মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে জানান তদন্ত কর্মকর্তা।