ফাহমিদা আজিম

বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক পুলিৎজার পুরস্কার জিতেছেন ইলাস্ট্রেটর ও গল্পকার ফাহমিদা আজিম। তিনিই প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক, যিনি সাংবাদিকতার নোবেল হিসেবে পরিচিত এই পুরস্কার জিতলেন।

ফাহমিদা আজিম ‘হাউ আই এসকেপড আ চায়নিজ ইন্টার্নমেন্ট ক্যাম্প’ শীর্ষক প্রতিবেদনের জন্য এই পুরস্কার জিতেছেন। ২০২১ সালের ২৮ ডিসেম্বর ইনসাইডার ওয়েবসাইট প্রতিবেদনটি প্রকাশ করে। ফাহমিদা ছাড়াও এ বছর পুলিৎজার পুরস্কার জিতেছেন অ্যান্টনি ডেল কল ও জোশ অ্যাডামস ওয়াল্ট হিকি।

এর আগে চলতি বছরের শুরুর দিকে ‘সামিরা সার্ফ’ বইয়ের জন্য ‘গোল্ডেন কাইট’ পুরস্কার জেতেন ফাহমিদা আজিম।

মূলত সংস্কৃতি ও স্বায়ত্তশাসনের ওপর কাজ করেন ফাহমিদা আজিম। বিভিন্ন নামী গণমাধ্যমে তাঁর কাজ প্রকাশিত হয়েছে। অসংখ্য বইয়ের প্রচ্ছদও করেছেন তিনি। এমনকি নিজের ‘মুসলিম উইমেন আর এভরিথিং’ বইয়ের প্রচ্ছদও এঁকেছেন ফাহমিদা তিনি।