পুলিশ হেডকোয়ার্টার্সের ন্যাশনাল ক্রাইম কন্ট্রোল অ্যান্ড অপারেশন মনিটরিং সেন্টার (এনসিকম) ভবনের নিচতলায় আনুষ্ঠানিকভাবে ফলক উন্মোচন করে স্যুভেনির শপ উদ্বোধন করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)। ছবি: বাংলাদেশ পুলিশ

পুলিশ হেডকোয়ার্টার্সে প্রথমবারের মতো চালু হলো স্যুভেনির শপ। ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) আজ বুধবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের ন্যাশনাল ক্রাইম কন্ট্রোল অ্যান্ড অপারেশন মনিটরিং সেন্টার (এনসিকম) ভবনের নিচতলায় আনুষ্ঠানিকভাবে ফলক উন্মোচন করে স্যুভেনির শপ উদ্বোধন করেন।

আইজিপি স্যুভেনির শপ ঘুরে দেখেন। তিনি বিভিন্ন ধরনের স্যুভেনির সামগ্রীর গুণগত মান বজায় রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন।

পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিগণ এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

উদ্বোধনের পর ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) স্যুভেনির শপ ঘুরে দেখেন। ছবি: বাংলাদেশ পুলিশ

স্যুভেনির শপে বাংলাদেশ পুলিশের লোগো-সংবলিত বিভিন্ন ধরনের পণ্যসামগ্রী রয়েছে। পুলিশ হেডকোয়ার্টার্সে আগত অতিথি ও দর্শনার্থীরা এ শপ থেকে তাঁদের পছন্দের স্যুভেনির সামগ্রী কিনতে পারবেন।

আজ বুধবার এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. কামরুজ্জামান বিপিএম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।