মাস্টার প্যারেড অনুষ্ঠানে বক্তব্য দেন বিএমপির কমিশনার মো. শাহাবুদ্দিন খান বিপিএম (বার)। ছবি : বিএমপি

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার মো. শাহাবুদ্দিন খান বিপিএম (বার) বলেছেন, ‘বিগত বছরগুলোতে আমাদের অর্জন ঈর্ষণীয়। এই অগ্রগতি থেকে পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।’

তিনি বলেন, ‘যেই দেশের আলো-বাতাসে শিক্ষা নিয়ে বড় হয়েছি, সেই দেশের নিরাপত্তার চাহিদা পূরণে নিষ্ঠা, সততা ও ঈমানের সাথে কাজ করার জন্যেই আমাদের স্পেশাল করে নিয়োজিত করা হয়েছে। পুলিশ সার্ভিস কোনো চাকরি নয়, এটা দায় এবং একটি সেবা।’

আজ রোববার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টায় পুলিশ লাইনস বরিশালে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এসব কথা বলেন বিএমপি কমিশনার।

তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে ১৯৭১ সালে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধের সপক্ষে আমরাই প্রথম পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিলাম। করোনাকালের প্রথম ডাকে আমাদের ১০৭ জন পুলিশ সদস্য শহীদ হয়েছেন, আক্রান্ত হয়েছেন আমাদের হাজার হাজার সদস্য।’

বিএমপি কমিশনার বলেন, ‘আমরা জাতিসত্তা, ভাষা, সাহিত্যে বৈশিষ্ট্যমন্ডিত ঐতিহ্যবাহী গর্বিত পুলিশ বাহিনী। আমরা দেশের উন্নয়নের জন্য যেকোনো ধরনের ত্যাগ স্বীকার করতে পারি।’
মো. শাহাবুদ্দিন খান বিপিএম (বার) বলেন, ‘অপরিণামদর্শী, অপেশাদার আচার-আচরণে আমাদের সেই ইজ্জত, ঐতিহ্যকে পেছন থেকে টানা কোনো সদস্য আমরা চাই না। তাদের সংশোধন হয়ে সুশৃঙ্খলের পথে থেকে কাজ করতে হবে নতুবা চিহ্নিত করে আইন মোতাবেক শাস্তির আওতায় এনে তাদের বাহিনী থেকে বাদ দিতে হবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএমপির অতিরিক্ত কমিশনার (হেডকোয়ার্টার্স) প্রলয় চিসিম, উপ-পুলিশ কমিশনার সদর দপ্তর বিএমপি মো. নজরুল হোসেন, উপ-পুলিশ কমিশনার (সাপ্লাই অ্যান্ড লজিস্টিকস্) মো. জুলফিকার আলী হায়দার, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম, অপারেশন্স অ্যান্ড প্রসিকিউশন) মো. মোকতার হোসেন প্রমুখ।