নিহত পুলিশ সদস্য আমিরুল ইসলাম পারভেজ

বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের হামলায় পুলিশ সদস্য আমিরুল ইসলাম পারভেজের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম। খবর ডিএমপি নিউজের।

ডিএমপি কমিশনার এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

পারভেজ ১৯৯০ সালের ১০ মে মানিকগঞ্জের দৌলতপুর থানার চরকাটরী গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম মো. সেকেন্দার আলী মোল্লা ও মাতার নাম রহিমা। তিনি ২০১১ সালের ১৩ আগস্ট বাংলাদেশ পুলিশে কনস্টবল পদে যোগদান করেন। তিনি সর্বশেষ ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটে কর্মরত ছিলেন।

শনিবার রাতে ডিএমপি মিডিয়া সেন্টারে তাৎক্ষনিক প্রেস ব্রিফিংয়ে আমিরুল ইসলামের হত্যায় জড়িতদের যথাযথভাবে আইনের আওতায় এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর অঙ্গিকার ব্যক্ত করেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।