আগুন নেভাচ্ছেন কনস্টেবল মো. জনি চৌধুরী। ছবি: বাংলাদেশ পুলিশ।

সিলেট জেলা পুলিশের এক সদস্যের প্রচেষ্টায় বড় ধরনের অগ্নিদুর্ঘটনা থেকে রক্ষা পেল সিলেট ওসমানী হাসপাতাল

জানা যায়, গতকাল ২ মার্চ দুপুর ১টা থেকে দেড়টার ভেতরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ১০ তলা ভবনের জেনারেটর রুমের পাশে হঠাৎ আগুন লেগে যায়। এ সময় লোকজন আগুন আগুন বলে চিৎকার শুরু করলে ছুটে আসেন
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত ও সিলেট জেলা পুলিশের সদস্য কনস্টেবল মো.জনি চৌধুরী। পরে তিনি বালতি দিয়ে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন।

প্রত্যক্ষদর্শী ও উক্ত পুলিশ সদস্য থেকে জানা যায়, হঠাৎ করে আগুন দেখে লোকজন চিৎকার শুরু করলে পাশের একটি চায়ের দোকানে বসে থাকা পুলিশ সদস্য জনি চৌধুরী ছুটে আসেন এবং আগুন নেভান। তাৎক্ষণিক তিনি না এলে অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। কারণ, পাশেই ছিল জেনারেটর রুম।