পুলিশ সদস্যদের পদমর্যাদাভিত্তিক প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন টাঙ্গাইলের পিটিসি কমান্ড্যান্ট মো. ময়নুল ইসলাম এনডিসি (ডিআইজি)। ছবি : পুলিশ নিউজ

টাঙ্গাইল পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের (পিটিসি) একাডেমিক ভবনের গ্যালারিতে ৭ দিনব্যাপী পুলিশ সদস্যদের পদমর্যাদাভিত্তিক প্রশিক্ষণ ব্যাচ-৫ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আজ বৃহস্পতিবার (১১ নভেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সের পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের পিটিসি কমান্ড্যান্ট মো. ময়নুল ইসলাম এনডিসি (ডিআইজি)। এ সময় পিটিসির সব কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জনকারী তিনজনকে পুরস্কৃত ও সবাইকে সনদ প্রদান করেন। এ সময় তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন।

প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেন ৩৪ জন এসআই, ২৮ জন এএসআই (নিরস্ত্র), ২৪ জন এএসআই (সশস্ত্র)-সহ মোট ৮৬ জন।