পুলিশি হেফাজতে গ্রেপ্তার আসামি। ছবি: পুলিশ নিউজ

পুলিশ কর্মকর্তা পরিচয়ে অর্থ আত্মসাৎ করার অভিযোগে এক প্রতারককে গ্রেপ্তার করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) রাজপাড়া থানার সদস্যরা। এ সময় তাঁর কাছ থেকে তিনটি ওয়াকিটকি সেট, একটি চার্জার, দুটি মোবাইল ফোন ও টাকা জব্দ করা হয়।

গতকাল শুক্রবার (২৫ মার্চ) নাটোরের নলডাঙ্গা থানার হলুদঘর গ্রাম থেকে আসামি মো. জাকির হোসেনকে (৫২) গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, রাজশাহী মহানগরীর বিনোদপুর চৌদ্দপাই এলাকায় খান অটো অ্যান্ড ব্যাটারি হাউস নামের একটি দোকান রয়েছে ভুক্তভোগী আজিজুর রহমানের। ২৪ মার্চ তাঁর দোকানে এসে এক ব্যক্তি নিজেকে রাজশাহী জেলা পুলিশ লাইনসে কর্মরত এসআই মো. মোজাহার হিসেবে পরিচয় দিয়ে বলেন, পুলিশ লাইনসে অনেক পরিত্যক্ত গাড়ির পুরোনো ব্যাটারি রয়েছে, সেগুলো ১২৫ টাকা কেজি দরে বিক্রি করা হবে। এখন ৫০ হাজার টাকা দিয়ে পুলিশ লাইনস থেকে ব্যাটারিগুলো বুঝে নিয়ে বাকি টাকা বিকেলে দিলেও হবে। এ কথা শুনে আজিজুর রহমান দোকানের মিস্ত্রি মো. আমিনুল ইসলামকে ৫০ হাজার টাকা দিয়ে ওই ব্যক্তির সঙ্গে অটোরিকশায় পুলিশ লাইনসে যেতে বলেন। এসআই পরিচয় দেওয়া ব্যক্তি আমিনুলের কাছ থেকে টাকা ও মোবাইল নম্বর নিয়ে তাঁকে সিঅ্যান্ডবির মোড়ে নামিয়ে দেন। পরে পুলিশ সুপারের কাছ থেকে ভাউচার আনার কথা বলে সেখানে আমিনুলকে অপেক্ষা করতে বলেন। কিছুক্ষণ পর অভিযুক্ত ব্যক্তি কল করে আমিনুলকে পুলিশ লাইনসের গেটে যেতে বলেন। পরে পুলিশ লাইনসের গেটের সামনে অপেক্ষা করতে থাকেন আমিনুল। অনেকক্ষণ অপেক্ষার পর অভিযুক্তের নম্বরে কল করলে সেটি বন্ধ পাওয়া যায়। পরে বিষয়টি দোকানের মালিক আজিজুরকে জানান কর্মচারী আমিনুল। এ ঘটনায় রাজপাড়া থানায় একটি মামলা করেন ভুক্তভোগী। পরে অভিযান চালিয়ে নাটোর থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়।