পুলিশি হেফাজতে আসামি। ছবি : বাংলাদেশ পুলিশ

পিরোজপুরে পুলিশ পরিচয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে এক প্রতারককে গ্রেপ্তার করেছে কাউখালী থানা-পুলিশ। তাঁর কাছ থেকে জব্দ করা হয়েছে ৬০০ টাকা, ভুয়া ভিজিটিং কার্ড ও একটি মোবাইল ফোন।

শুক্রবার (৫ এপ্রিল) দুপুরের দিকে কাউখালী থানাধীন বেকুটিয়া ব্রিজের পার্শ্ববর্তী পিরোজপুর-বরিশাল মহাসড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আসামি দ্বীপ পালের বাড়ি বরিশালের আগৈলঝাড়া থানা এলাকায়।

কাউখালী থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুল ইসলাম জানান, পুলিশের এসআই পরিচয়ে এক ব্যক্তি গাড়ি থামিয়ে কাগজপত্র দেখার নামে টাকা আদায় করছে, এমন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে যায় পুলিশ। এ সময় অভিযুক্ত ব্যক্তি নিজেকে নেছারাবাদ থানার উপপরিদর্শক আসাদ মুরাদ হিসেবে পরিচয় দেন। নেছারাবাদ থানায় খোঁজ নিয়ে জানা যায়, এসআই মুরাদ বরিশালে চিকিৎসাধীন। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে পুলিশ পরিচয়ে লোকজনকে ভয় দেখিয়ে টাকা আদায়ের কথা স্বীকার করেন আসামি দ্বীপ।

এই পুলিশ কর্মকর্তা জানান, সংশ্লিষ্ট আইনে মামলা করে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। চক্রের সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তদন্ত চলছে।