পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

পুলিশ পরিচয়ে অপহরণচেষ্টার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বায়েজিদ বোস্তামী থানার সদস্যরা।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি বাড়ি থেকে আসামি মো. ইমন হোসেন মুন্না ও মো. আরাফাতকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে ডিবি পুলিশ পরিচয়ে ভুক্তভোগীর বাড়িতে প্রবেশ করেন মুন্না ও আরাফাত। এ সময় ভুক্তভোগীকে মাদক কারবারি আখ্যা দিয়ে ১০ হাজার টাকা দাবি করেন তাঁরা। টাকা না দেওয়ায় তাঁকে অটোরিকশায় তোলার চেষ্টা করেন। এ সময় ভুক্তভোগীর প্রতিবেশী ময়না বেগম অভিযুক্তদের কাছে পরিচয়পত্র দেখতে চান। পরিচয়পত্র না দেখিয়ে ভুক্তভোগীকে টেনেহিঁচড়ে অটোরিকশায় তোলার সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। এক পর্যায়ে মুন্না ও আরাফাতকে আটক করে পুলিশে খবর দেন তাঁরা।

বায়েজিদ বোস্তামী থানা-পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আসামিদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।