পুলিশ ট্রেনিং সেন্টার খুলনায় এএসআই নিরস্ত্র ও সশস্ত্রদের জুনিয়র লিডারশিপ কোর্সের সমাপনী অনুষ্ঠানের একটি মুহূর্ত। ছবি: বাংলাদেশ পুলিশ

খুলনা ও বরিশাল রেঞ্জের বিভিন্ন জেলা/ইউনিট থেকে আগত এএসআই (নিরস্ত্র) ও এএসআইদের (সশস্ত্র) এক সপ্তাহ মেয়াদি জুনিয়র লিডারশিপ কোর্সের ২৭তম ব্যাচের কোর্স সমাপনী ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

আজ বৃহস্পতিবার পুলিশ ট্রেনিং সেন্টার, খুলনার মাল্টিপারপাস হলে এই অনুষ্ঠান হয়।

এই ব্যাচে ৫৫ জন প্রশিক্ষণার্থী তাঁদের প্রশিক্ষণ সম্পন্ন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ ট্রেনিং সেন্টার, খুলনার ডেপুটি কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি) হাবিবুর রহমান খান।

এ ছাড়া উপস্থিত ছিলেন পুলিশ সুপার (ট্রেনিং) (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) শুক্লা সাহা, পিপিএম সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাব মো. গোলাম রুহুল কুদ্দুস, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রেনিং) জনাব মো. হান্নানুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (প্রশাসন) জনাব এস এম নাফিউর রহমান ও সহকারী পুলিশ সুপার (ট্রেনিং) জনাব মো. রবিউল হোসেনসহ পুলিশ ট্রেনিং সেন্টার খুলনার সব স্তরের জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তারা।