দেওয়ান লালন আহমেদ।

ঢাকায় ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত পুলিশ সুপার (লিগ্যাল অ্যান্ড মিডিয়া) দেওয়ান লালন আহমেদ আজ বৃহস্পতিবার(১৪ জুলাই) বেলা দেড়টায় হৃদরোগে আক্রান্ত হয়ে রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যা, এক বোন, এক ভাইসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার ছাঁওয়ালী গ্রামে।

দেওয়ান লালন আহমেদ ২৪তম বিসিএস (পুলিশ) ব্যাচে ২০০৫ সালের ২ জুলাই সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি এ বছরের ৭ জুলাই ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকায় যোগদান করেন।

মরহুমের জানাজা আজ (১৪ জুলাই) বাদ আসর রাজারবাগ পুলিশ লাইনসে এসআই শিরু মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।

মরহুমের পরিবারের পক্ষ থেকে তাঁর রুহের মাগফেরাত কামনা করার জন্য সকলের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

আইজিপির শোক

পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদের মৃত্যুতে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এক শোকবাণীতে আইজিপি বলেন, দেওয়ান লালন আহমেদ একজন প্রতিভাবান কর্মকর্তা ছিলেন। তাঁর অকালমৃত্যুতে আমরা একজন দক্ষ কর্মকর্তাকে হারালাম।

আইজিপি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।