সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, যশোর মোবাইল ফোন উদ্ধারসহ বিভিন্ন ক্ষেত্রে তাদের সাফল্য অব্যাহত রেখেছে।

সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সদস্যরা মে মাসে জেলার বিভিন্ন থানায় সাধারণ ডায়েরিভুক্ত ২৭ টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে মোবাইল ফোনের প্রকৃত মালিকের কাছে বুঝিয়ে দিয়েছেন। বিভিন্ন থানার জিডি মূলে হ্যাকিং করা সর্বমোট ১৭টি ফেসবুক আইডি পুনরুদ্ধার করেছেন। ভুল করে অন্য নাম্বারে চলে যাওয়া ৭ জন ভুক্তভুগীর নগদ/বিকাশের সর্বমোট ৮০ হাজার ৫৩০ টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছেন

এছাড়া যশোরের কোতোয়ালি মডেল থানাসহ বিভিন্ন থানায় জিডিমূলে নিখোঁজ ৬ তরুণীকে উদ্ধার করেছেন।

এছাড়া একটি হোয়াটসঅ্যাপ ও দুটি ইমো আইডির সমস্যা সমাধান করেছে সাইবারক্রাইমইনভেস্টিগেশনসেল, যশোর।