পুলিশের সব সদস্যের পদমর্যাদাভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। পুলিশ হেডকোয়ার্টার্সের আয়োজনে পিটিসি টাঙ্গাইলের একাডেমিক ভবনের গ্যালারিতে ৮ জানুয়ারি সকালে সপ্তাহব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ পুলিশের সব সদস্যের পদমর্যাদাভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি ব্যাচ-১১ (এসআই নিরস্ত্র ব্যাচ ৮)-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিটিসি টাঙ্গাইলের ডেপুটি কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) মো. মাহবুবুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পুলিশ পরিদর্শক (নি.) মো. আল আমিন (ইন্স. একাডেমিক)।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রেনিং) মারুফা নাজনীন, এএসপি (সিএলআই) দেলোয়ার হোসেন খান, এএসপি স্টাফ অফিসার টু কমান্ড্যান্ট মো. রুবেল হক ও পিটিসির সব প্রশিক্ষক-প্রশিক্ষণার্থীরা।

এই কর্মসূচিতে প্রশিক্ষণ নিচ্ছেন ৩৪ জন এসআই (নি.), ২০ জন এএসআই (নি.), ১৮ জন এএসআইসহ (স.) মোট ৭২ জন।