প্রকৃত মালিকদের হাতে টাকা ও মোবাইল ফোন তুলে দিচ্ছেন মেহেরপুরের পুলিশ সুপার মো. রাফিউল আলম। ছবি: পুলিশ নিউজ

মেহেরপুর জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের তৎপরতায় ৭টি হারানো মোবাইল ফোন এবং ভুলে অন্য বিকাশ নম্বরে চলে যাওয়া ২৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) মেহেরপুরের পুলিশ সুপার মো. রাফিউল আলম প্রকৃত মালিকদের এসব মোবাইল ফোন ও টাকা হস্তান্তর করেন।

হারানো মোবাইল ফোন ও টাকা ফিরে পেয়ে বাংলাদেশ পুলিশ এবং মেহেরপুর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ভুক্তভোগীরা।

জেলা পুলিশ জানায়, তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে এসব মোবাইল ফোন ও টাকা উদ্ধার করা হয়।