এক নারীকে করোনাভাইরাস প্রতিরোধী টিকা দেওয়া হচ্ছে। ছবি: পুলিশ নিউজ

জেলা পুলিশের উপস্থিতিতে মৌলভীবাজারে গণটিকা কার্যক্রম বাস্তবায়ন লক্ষ্যমাত্রার চেয়ে ২৫ হাজারের বেশি টিকা দেওয়া হয়েছে।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ‘দেশব্যাপী এক দিনে এক কোটি টিকাদান’ কর্মসূচির আওতায় মৌলভীবাজার জেলার সাতটি উপজেলায় পুলিশের উপস্থিতিতে সুশৃঙ্খল পরিবেশে টিকাদান কর্মসূচি বাস্তবায়িত হয়েছে।

সকাল থেকে টিকাদান কেন্দ্রগুলোতে মানুষের ব্যাপক অংশগ্রহণ লক্ষ করা গেছে। টিকাদান কর্মসূচি সফল করার জন্য টিকাকেন্দ্রের সার্বিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল মৌলভীবাজার জেলা পুলিশ।

গণটিকা কার্যক্রমে মৌলভীবাজার জেলার সাতটি উপজেলায় ২৩৫টি টিকাদান কেন্দ্রের মাধ্যমে লক্ষ্যমাত্রার চেয়েও ২৫ হাজারের বেশি টিকা দেওয়া হয়। জেলায় মোট টিকাদানের লক্ষ্যমাত্রা ছিল ৯০ হাজার ৯৮১ জন কিন্তু অনুকূল পরিবেশ, জনগণের ব্যাপক উপস্থিতি ও পর্যাপ্ত পরিমাণ টিকার ব্যবস্থা থাকায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ১ লাখ ১৬ হাজার ৩২৭ জনকে প্রথম ডোজ দেওয়া হয়।

গণটিকা কার্যক্রমে সুশৃঙ্খলভাবে টিকা নেওয়ায় মৌলভীবাজার জেলাবাসীকে ধন্যবাদ জানান পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া। তিনি জানান, কাল ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলমান টিকা কার্যক্রমে শৃঙ্খলা ও নিরাপত্তা বিধানে মৌলভীবাজার জেলা পুলিশ নিয়োজিত থাকবে।