পুলিশের আন্তরিক চেষ্টায় মায়ের কোলে ফিরেছে শিশু নুসরাত। ছবি: বাংলাদেশ পুলিশ

আড়াই বছরের শিশু নুসরাত হারিয়ে গিয়েছিল। স্থানীয় লোকজন খুঁজে পেয়ে তাকে পুলিশে হস্তান্তর করেছিল। এরপর নুসরাতের পরিবারের খোঁজে মাঠে নামে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। অবশেষে পুলিশের সে চেষ্টা সফল হয়েছে। নুসরাত ফিরেছে মায়ের কোলে।

সিএমপি জানায়, সিএমপির খুলশী থানার আমবাগান ক্যান্টিনগেট এলাকায় গত ১৫ এপ্রিল বেলা সাড়ে ১১টার দিকে নুসরাতকে খুঁজে পান স্থানীয় লোকজন। এরপর তাঁরা শিশুটিকে খুলশী থানায় নিয়ে যান। শিশুটিকে রাখা হয় সিএমপির ভিকটিম সাপোর্ট সেন্টারে।

শিশুটির পরিবারকে খুঁজে পেতে পুলিশ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদটি প্রচার করে। পাশাপাশি মাঠেও নামে পুলিশ। ভিকটিম সাপোর্ট সেন্টারের ইনচার্জও নিজ উদ্যোগে শিশুটির পরিবারকে খুঁজতে তাঁর টিম নিয়ে মাঠে নামেন।

অবশেষে সবার সহযোগিতায় খুলশী থানা-পুলিশ শিশু নুসরাতের পরিবারকে খুঁজে পায়। ঈদের আগ মুহূর্তে নুসরাত মায়ের কোলে ফেরায় তাদের ঈদ এবার অন্য রকম আনন্দে ভরে উঠবে বলে তার পরিবার জানিয়েছে। পাশাপাশি পুলিশের আন্তরিক চেষ্টার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে নুসরাতের পরিবার।