রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত

রুশ আগ্রাসনের ৬ মাসের মাথায় ইউক্রেনের কর্মকর্তারা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তাঁর শীর্ষ কমান্ডারদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর পরিকল্পনা করছেন।

রাশিয়ার বিরুদ্ধে ‘আগ্রাসনমূলক অপরাধ’ তদন্তে আন্তর্জাতিক আদালতের বিশেষ ট্রাইব্যুনালে যাওয়ার পরিকল্পনার বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্সিয়াল প্রশাসনের উপপ্রধান আন্দ্রিল স্মিরনভ অগ্রণী ভূমিকা পালন করছেন। তিনি নথিপত্র প্রস্তুত করছেন। খবর বাসসের।

আগ্রাসনমূলক অপরাধের ব্যাখ্যায় ২০১০ সালে গ্রহণ করা রোম আইনের কথা বলা হয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ন্যুরেমবার্গ ও টোকিও বিচারের ক্ষেত্রে ব্যবহৃত ‘শান্তিবিরোধী অপরাধের’ একই ধারণার কথাও উল্লেখ করা হয়।

আন্তর্জাতিক অপরাধ আদালত এরই মধ্যে ইউক্রেনে যুদ্ধাপরাধ, মানবতা ও গণহত্যার মতো অপরাধের তদন্ত শুরু করেছে। তারা ২০ বছর ধরে বিশ্বের গুরুতর বিভিন্ন অপরাধের বিচার করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে আদালত ইউক্রেনে সম্ভাব্য মানবতাবিরোধী অপরাধের জন্য রাশিয়ার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে।