জব্দ করা গাঁজা। ছবি : ডিএমপি

রাজধানীর তুরাগ থানা এলাকা থেকে ৫০ কেজি গাঁজাসহ ৫ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিম।

ডিএমপি জানায়, সোমবার (১৪ নভেম্বর) রাতে তুরাগ থানাধীন ধউড় ব্রিজ এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন মো. সাইদুল ইসলাম, মো. রোমান, মো. আব্দুল কাদের জিলানী, মো. ফারুক খান ও মো. রাশেদ মল্লিক।

গোয়েন্দা গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এস এম রেজাউল হক জানান, পিকআপ ভ্যানে গাঁজা পাচার হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অবস্থান নেয় পুলিশ। সোমবার রাতে পিকআপ ভ্যানটি ঘটনাস্থলে পৌঁছালে থামানোর সংকেত দেওয়া হয়। একপর্যায়ে ভ্যান থেকে নেমে পালানোর সময় পাঁচ কারবারিকে গ্রেপ্তার করা হয়। পরে ভ্যানে তল্লাশি চালিয়ে ৫০ কেজি গাঁজা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকাসহ আশপাশের জেলায় বিক্রি করতেন।

আসামিদের বিরুদ্ধে তুরাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।