খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) লবণচরা থানার অভিযানে ২২০ বোতল ফেনসিডিল ও একটি পিকআপ ভ্যানসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২৯ নভেম্বর) সকালে লবণচরা থানাধীন সাতক্ষীরা-খুলনা মহাসড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন সাতক্ষীরার কলারোয়া থানা এলাকার মো. আল আমিন (৩৭) ও উজ্জ্বল হোসেন (৩৯)।
লবণচরা থানা-পুলিশ জানায়, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।