পুলিশি হেফাজতে আসামিরা। ছবি: বাংলাদেশ পুলিশ

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) দক্ষিণ সুরমা থানার অভিযানে ১ হাজার ৯২০ কেজি ভারতীয় চিনিসহ তিন চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

গত বুধবার (২৯ মে) দিবাগত রাতে নগরীর দক্ষিণ সুরমা থানাধীন কদমতলী এলাকার এস এ পরিবহনের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন সিলেটের গোলাপগঞ্জ থানা এলাকার জামিল আহমদ (৩৩) ও মো. তোয়েল মিয়া (২১) এবং মোগলাবাজার থানা এলাকার শাহ আফজাল উদ্দিন (২৯)।

দক্ষিণ সুরমা থানার উপপরিদর্শক (এসআই) দিবাংশু পাল জানান, বিশেষ ক্ষমতা আইনে মামলা করে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।