পুনাক সভানেত্রী জীশান মীর্জা গাজীপুরের ‘গিভ অ্যান্ড সি’ বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে বসবাসরত খোকনকে দেখতে গেছেন।

এ সময় তিনি খোকনের সঙ্গে কথা বলেন এবং তাঁর খোঁজখবর নেন। তিনি খোকন এবং তাঁর রুমে বসবাসরত সবাইকে খাবার, ফতুয়া, লুঙ্গি, খেজুর, বিস্কুট ইত্যাদি উপহার দেন।

আজ বুধবার (৬ অক্টোবর) বাংলাদেশ পুলিশের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মোঃ কামরুজ্জামান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

পুনাক সভানেত্রীর মানবিক উদ্যোগ ও বদান্যতায় খোকন অত্যন্ত খুশি।

পুনাক সভানেত্রী ওই প্রতিষ্ঠানে বসবাসরত বিভিন্ন বয়সের প্রায় ১৭৭ জনের সবার মধ্যে খেজুর বিতরণ করেন।

এ সময় প্রতিষ্ঠানের বয়স্ক নারীও তাঁকে দেখতে আসেন। তাঁরা আপনজনের মতো পুনাক সভানেত্রীর সঙ্গে গল্পে মেতে ওঠেন। কেউ কেউ এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন। কেউ কেউ পুনাক সভানেত্রীকে ‘মা’ বলে সম্বোধন করেন। এ সময় এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়।

উল্লেখ্য, পায়ে পচন নিয়ে ফুটপাতে পড়ে থাকা খোকনের পঙ্গু হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেন পুনাক সভানেত্রী। চিকিৎসা শেষে ‘গিভ অ্যান্ড সি’ বয়স্ক কেন্দ্রে তাঁর পুনর্বাসনের ব্যবস্থাও করেন তিনি।