প্রতীকী ছবি

সামাজিক যোগাযোগমাধ্যমে মেডিকেল, ডেন্টালসহ বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র সরবরাহের প্রলোভন দেখিয়ে প্রার্থীদের সঙ্গে প্রতারণার অভিযোগে শাহীন আলম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোন ও তিনটি সিম কার্ড জব্দ করা হয়।

ডিএমপি জানায়, শুক্রবার (২২ এপ্রিল) যাত্রাবাড়ীর মাতুয়াইল শরীফ পাড়া এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া সিটি-সাইবার ইন্টেলিজেন্স অ্যানালাইসিস ডিভিশনের সাইবার ইন্টেল টিমের সহকারী পুলিশ কমিশনার অমিত কুমার দাশ জানান, বিভিন্ন অনলাইন রুটিন মনিটরিং করার সময় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মেডিকেল ভর্তি পরীক্ষা, ডেন্টাল ভর্তি পরীক্ষাসহ বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র সরবরাহের একটি চক্রের সন্ধান পাওয়া যায়। ফেসবুক আইডি শনাক্ত করে আসামির অবস্থান নিশ্চিত করা হয়। এরপর অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

রমনা মডেল থানায় মামলা করে আসামিকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।