পাবনায় বিচার নিষ্পত্তি হওয়া ও তদন্তাধীন ২০৪টি মামলার আলামত ধ্বংস করেছে জেলা পুলিশ। ২৬ আগস্ট (বৃহস্পতিবার) বিকেলে জেলা পুলিশ লাইনস চত্বরে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বিভিন্ন মামলার জব্দ ও উদ্ধারকৃত আলামত ধ্বংস করা হয়।
ধ্বংস করা আলামতের মধ্যে ইয়াবা, গাঁজা, ফেনসিডিল, হেরোইনসহ ২৮ ধরনের আলামত প্রশাসনের কাছে সংরক্ষিত ছিল।
পাবনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও ডিএসবি) মো. স্নিগ্ধ আখতার (পিপিএম) এই তথ্য নিশ্চিত করেছেন।
আলামত ধ্বংস প্রক্রিয়ার সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতায় পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান (বিপিএম)-এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞ জেলা ও দায়রা জজ মো. আছাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. গোলাম কবীর। আরও উপস্থিত ছিলেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুকান্ত সাহা, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. স্নিগ্ধ আখতার (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল রোকনুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার ঈশ্বরদী সার্কেল ফিরোজ কবির প্রমুখ।
মো. আছাদুজ্জামান বলেন, ‘আদালতে বিভিন্ন মামলার বিচার দ্রুত নিস্পত্তি করা অব্যাহত থাকলে আলামত ধ্বংসের প্রক্রিয়া আরও গতিশীল হবে। তবে বর্তমানে যেভাবে যুবসমাজ মাদকাসক্ত হয়ে পড়ছে, তাতে পরবর্তী প্রজন্ম নিয়ে আমাদের চিন্তা হয়। তাই পুলিশ প্রশাসনকে আরও সজাগ দৃষ্টি দিয়ে মাদকের বিরুদ্ধে আইনগতভাবে কঠোর হতে হবে।’