পাবনা সদর থানা-পুলিশের হেফাজতে গ্রেপ্তার আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ

পাবনায় রফিকুল ইসলাম রিকো হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিসহ একমাত্র আসামিকে গ্রেপ্তার করেছে সদর থানা-পুলিশ। ৩ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টা দিকে সদরের হেমায়েতপুরের মানসিক হাসপাতাল-সংলগ্ন বাছেরের মোড়ে হত্যার ঘটনাটি ঘটে।

এ ঘটনায় গত শুক্রবার পাবনা সদর থানার হত্যা মামলা দায়ের করা হয়। গ্রেপ্তার আসামি হলেন পাবনা সদরের হেমায়েতপুর টাঙ্গারপাড়ার মো. খলিলের ছেলে দিলবর ওরফে ভোলা (৩৬)।

হত্যা মামলার পর পাবনা জেলা পুলিশ সুপার আকবর আলী মুনসীর দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মাসুদ আলমের নেতৃত্বে ডিবি পাবনার একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় ঈশ্বরদী থানার জয়নগর থেকে একমাত্র আসামি দিলবর ওরফে ভোলাকে গ্রেপ্তার করে।

আসামি দিলবরের দেয়া তথ্যমতে, হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি এবং মোটরসাইকেল জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে দিলবর জানান, পুরাতন মোটরসাইকেল ক্রয়-বিক্রয়কে কেন্দ্র করে তাদের মধ্যে বিবাদের সৃষ্টি হয়। ঘটনার কয়েক দিন আগে রিকো তাকে মারধর করেন। এরই জেরে তিনি (দিলবর) রফিকুল ইসলাম রিকোকে একা পেয়ে ছুরিকাঘাত করে হত্যা করেন। আসামি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।