ঈশ্বরদী থানা-পুলিশের অভিযানে গ্রেপ্তার আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ

পাবনায় ঈশ্বরদী থানা-পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে। ঈশ্বরদী থানা এলাকা থেকে ১৮ নভেম্বর (শুক্রবার) তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামির নাম মো. নূরে আলম সিদ্দিক ওরফে মিল্টন (৪০)। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ৮০০টি ইয়াবা জব্দ করা হয়েছে। গ্রেপ্তার নূরে আলম সিদ্দিক পৃথক দুই মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি।

জেলা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী থানার পাকশি পুলিশ ফাঁড়ির একটি দল ১৮ নভেম্বর বিকেল সোয়া ৩টার দিকে ঈশ্বরদী থানার মুলাডুলি এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মুলাডুলি কলেজের পশ্চিমে সিঅ্যান্ডবি এলাকা থেকে নূরে আলম সিদ্দিককে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

নূরে আলম সিদ্দিক ২০১২ সালে নাটোরের বড়াইগ্রাম থানার দিয়ারপাড়া গ্রামের মোছা. আঙ্গুরা আবেদীনকে (৫৬) অপহরণ ও হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। এ ছাড়াও মির্জাপুর থানার ২০১৭ সালের একটি মাদক মামলাও যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে তার। তার বিরুদ্ধে ঈশ্বরদী থানার আরও চারটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল।