পানামায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ৩৯ জন অভিবাসী নিহত হয়েছে। স্থানীয় সময় বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুর্ঘটনাটি ঘটে। খবর বিবিসির।

কোস্টারিকার সীমান্তসংলগ্ন পানামার উপকূলীয় প্রদেশ চিরিকির একটি আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। যুক্তরাষ্ট্রে পৌঁছানোর আশায় রওনা হয়েছিল বাসের যাত্রীরা।

পানামার অভিবাসন কর্তৃপক্ষ বলেছে, বাসে মোট ৬৬ জন যাত্রী ছিল। আহত ২০ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের জাতীয়তা প্রকাশ করা হয়নি।

লাখ লাখ অভিবাসী ঝুঁকি নিয়ে প্রতিবছর পানামার জলাভূমি দারিয়েন গ্যাপ অতিক্রম করে আসছে। গত বছর এই সংখ্যা ছিল ২ লাখ ৪৮ হাজার।