পুলিশি হেফাজতে আসামিরা। ছবি: পুলিশ নিউজ

এক কিশোরীকে (১৬) পাচারের উদ্দেশ্যে আটকে রাখার অভিযোগে দুই আসামিকে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জের শিবালয় থানা-পুলিশ।

মঙ্গলবার (৫ এপ্রিল) রাতে শিবালয় থানাধীন মহাদেবপুর উত্তরপাড়া থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন গাজীপুরের শ্রীপুর থানা এলাকার আরমান শেখ (২৪) এবং মানিকগঞ্জের শিবালয় থানা এলাকার মমতাজ বেগম (৪২)।

পুলিশ জানায়, ভুক্তভোগীর বাড়ি গোপালগঞ্জ সদর থানা এলাকায়। পরিবারের সঙ্গে গাজীপুর শহরের কোনাবাড়ী এলাকায় ভাড়া থাকেন। মঙ্গলবার সকালে মায়ের সঙ্গে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে যান ভুক্তভোগী। গ্রামের বাড়ি গোপালগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে বিকেলে নবীনগর স্মৃতিসৌধ এলাকায় আসেন। এ সময় আসামি আরমান শেখ ভুক্তভোগীর সঙ্গে কথা বলেন। তাঁর বাড়ি কোনাবাড়ীতে বলে ভুক্তভোগীর আস্থা অর্জন করেন। পরে ভুক্তভোগীকে বাড়িতে পৌঁছে দেওয়ার প্রস্তাব দেন। এতে রাজি হন ভুক্তভোগী। এ সময় এক অজ্ঞাত নারীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন আরমান। পরে ভুক্তভোগীকে মানিকগঞ্জের শিবালয় থানাধীন মহাদেবপুর উত্তরপাড়ার মমতাজ বেগমের বাড়িতে নিয়ে আটকে রাখেন। স্থানীয়দের সন্দেহ হওয়ায় পুলিশকে খবর দেন তাঁরা। পরে শিবালয় থানা-পুলিশ ঘটনাস্থল থেকে ভুক্তভোগীকে উদ্ধার এবং আসামিদের গ্রেপ্তার করে।

আসামিদের বিরুদ্ধে শিবালয় থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা করা হয়েছে বলে জানায় পুলিশ।