পুলিশি হেফাজতে আসামি এবং জব্দ করা মদ। ছবি : বাংলাদেশ পুলিশ

কিশোরগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে মদ তৈরির সরঞ্জাম এবং সাড়ে ২৩ লিটার মদ জব্দ করা হয়েছে। এ সময় এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

রোববার (৬ নভেম্বর) রাতে পাকুন্দিয়া থানাধীন বীর পাকুন্দিয়া বড়বাড়ি রোড মাস্টার কলোনি থেকে আসামি আবু ছিদ্দিককে গ্রেপ্তার (৫০) করা হয়। তাঁর সহযোগী সাইফুল ইসলাম (৩৫) পালিয়ে যাওয়ায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি।সাইফুলের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা আছে।

ডিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ৪ লিটার মদসহ আসামি ছিদ্দিককে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে সাইফুলের বাড়িতে অভিযান চালিয়ে সাড়ে ১৯ লিটার মদ জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবির উপপরিদর্শক ফারুক আহম্মেদ বলেন, আসামিদের বিরুদ্ধে পাকুন্দিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।