দুর্ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা। ছবি : সংগৃহীত

পাকিস্তানের পেশোয়ারে নামাজের সময় মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনায় অন্তত ৪৭ জন নিহত এবং ১৫০ জনের বেশি আহত হয়েছেন।

সোমবার (৩০ জানুয়ারি) দুপুরের দিকে পেশোয়ারের পুলিশ লাইনস এলাকায় বিস্ফোরণটি ঘটে। এখন পর্যন্ত এই হামলার দায় কেউ স্বীকার করেনি। খবর বিবিসির।

স্থানীয়রা জানান, মসজিদটির একাংশ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং অনেক মুসল্লি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে। কে বা কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে, তা এখনো স্পষ্ট নয়।

নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, এটি একটি আত্মঘাতী হামলা ছিল। হামলাকারী সামনের কাতারে বসে ছিলেন এবং তাঁর শরীরে বাঁধা বোমা ফাটিয়ে এই বিস্ফোরণ ঘটান।

পেশোয়ার নগর পুলিশের কর্মকর্তা মোহাম্মদ ইজাজ খান জানান, বিস্ফোরণের সময় ওই এলাকায় ৩০০ থেকে ৪০০ পুলিশ সদস্য মোতায়েন ছিল।

পাকিস্তানের সরকারি এক কর্মকর্তা বলেছেন, হামলার টার্গেট ছিল সম্ভবত পুলিশ। কারণ নিহতদের বেশিরভাগই ছিলেন পুলিশ বাহিনীর সদস্য।

পেশোয়ারের লেডি রেডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ আসিম বলেন, জরুরি পরিস্থিতি তৈরি হয়েছে। আহতদের অনেকের অবস্থা গুরুতর।