পাকিস্তানের উত্তরাঞ্চলে তুষারধসে একটি যাযাবর সম্প্রদায়ের চার বছর বয়সী শিশুসহ অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এতে আরও ২৫ জন আহত হয়েছেন।

শনিবার (২৭ মে) ভোররাতে গিলগিট বালতিস্তান অঞ্চলের আসতুরে জেলার সঙ্গে পাকিস্তানশাসিত কাশ্মীরকে সংযোগকারী গিরিপথে দুর্ঘটনাটি ঘটে। খবর বিবিসির।

ওই অঞ্চলের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জিয়ারাত আলি জানিয়েছেন, মৃতদের মধ্যে চারজন নারী ও চার বছর বয়সী একটি শিশু রয়েছে।

উদ্ধার অভিযান শুরু করা হলেও প্রত্যন্ত এলাকা ও বন্ধুর পার্বত্য এলাকা হওয়ায় ঘটনাস্থলে পৌঁছতে উদ্ধারকারী দলগুলোকে বেগ পেতে হচ্ছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এসব মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। জলবায়ু পরিবর্তনের কারণে পাকিস্তানে তুষারধসের মতো ঘটনা বেড়ে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।