পাকিস্তানে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় ১ কোটি ৪০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে বাংলাদেশ সরকার। এই টাকা দিয়ে বিস্কুট, ড্রাই কেক, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ওরস্যালাইন, মশারি, কম্বল ও তাঁবু কেনা হবে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) এই অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোরের।

ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে ১০ মেট্রিক টন বিস্কুট, ১০ মেট্রিক টন ড্রাই কেক, ১ লাখ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ৫০ হাজার প্যাকেট ওরস্যালাইন, ৫ হাজার মশারি, ২ হাজার কম্বল ও ২ হাজার তাঁবু।

কিছু কিছু সামগ্রী মন্ত্রণালয়ের কাছে আছে জানিয়ে ত্রাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. সেলিম হোসেন বলেন, ‘বাকি মালামাল জরুরি ভিত্তিতে ক্রয় করে দ্রুত পাঠানো হবে।’

বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় পাকিস্তানের প্রায় অর্ধেক এলাকা এখন পানিতে ডুবে রয়েছে। বন্যার কারণে সেখানে প্রাণহানি প্রায় ১ হাজার ২০০ জনে পৌঁছেছে।