পাকিস্তানের পার্লামেন্ট ভেঙে দেওয়ার পরামর্শ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।

আজ (৩ এপ্রিল) জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার ইমরান খানের বিরুদ্ধে আনীত অনাস্থা প্রস্তাব শুনতে অস্বীকৃতি জানানোর কয়েক মিনিট পর তিনি এ কথা জানান। খবর বাসসের।

ইমরান খান এক টেলিভিশনে ভাষণে বলেন, প্রেসিডেন্টের কাছে এ পরামর্শ পৌঁছার পর পার্লামেন্ট ভেঙে দেওয়া হবে। এরপর শুরু হবে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া।