শিরোপা জয়ের পর উদযাপনে ব্যস্ত ইংলিশ ক্রিকেটাররা। ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ইংল্যান্ড। এ নিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো ইংলিশরা। এর আগে ২০১০ সালে শিরোপা জেতে দলটি।

রোববার (১৩ নভেম্বর) টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠান ইংলিশ অধিনায়ক জস বাটলার।

ইংলিশ বোলারদের তোপে একের পর এক উইকেট হারিয়ে ধুঁকতে থাকে পাকিস্তান। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১৩৭ রান করে বাবর আজমের দল। ইংল্যান্ডের পক্ষে ১২ রানে ৩ উইকেট নেন স্যাম কার‍্যান।

জবাবে ব্যাট হাতে ইংল্যান্ডের শুরুটাও ভালো হয়নি। পাওয়ার প্লেতে তিন উইকেট হারিয়ে ফেলে দলটি। ম্যাচে ফেরার ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত পেরে ওঠেনি পাকিস্তান। বেন স্টোকসের অর্ধশতকে এক ওভার হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড। ম্যাচসেরা ও সিরিজসেরা নির্বাচিত হন স্যাম কার‍্যান।