পুলিশি হেফাজতে তিন আসামি এবং জব্দ করা স্বর্ণের বার। ছবি : বাংলাদেশ পুলিশ

রাজবাড়ীর পাংশা থানা-পুলিশের বিচক্ষণতায় ১০টি স্বর্ণের বারসহ তিন পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় স্বর্ণ পাচারে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

মঙ্গলবার (১৪ মার্চ) পাংশা থানাধীন বাবুপাড়া ইউনিয়নের চাঁদপুর গ্রাম থেকে আসামি ছাত্তার ও নাহিদকে গ্রেপ্তার করা হয়। অপর আসামির পরিচয় জানা যায়নি।

পাংশা মডেল থানার উপপরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম জানান, মঙ্গলবার ভোরে নিয়মিত মামলার দুই আসামিকে গ্রেপ্তার করে থানায় ফিরছিল পুলিশ। এ সময় পুলিশকে দেখে ঘটনাস্থলে থেকে পালানোর চেষ্টা করেন মোটরসাইকেলের দুই আরোহী। তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে অসংলগ্ন কথাবার্তা বলতে থাকেন। একপর্যায়ে স্বর্ণ পাচারের কথা স্বীকার করেন আসামি ছাত্তার ও নাহিদ।

তিনি জানান, ছাত্তারের তথ্য অনুযায়ী তিনটি এবং নাহিদের পরনের জুতা থেকে সাতটি স্বর্ণের বার জব্দ করা হয়। এ ছাড়া তাঁদের কাছ থেকে স্বর্ণ নিতে আসা আরেক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।