জব্দকৃত গাঁজা। ছবি : ডিএমপি নিউজ

রাজধানীর পল্টন থেকে গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) উত্তরা বিভাগ। খবর ডিএমপি নিউজের।

তাঁদের নাম মো. জাকির হোসেন, মো. জামাল হোসেন ও মো. রিফাত জীম।

গতকাল মঙ্গলবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে পল্টনে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

ডিবির উত্তরা বিভাগের সহকারী পুলিশ কমিশনার শাহিদুল ইসলাম বলেন, কিছু মাদক কারবারি পল্টনের রিজ আহম্মেদ স্কয়ার ভবনের সামনে গাঁজা বিক্রির জন্য অবস্থান করছেন বলে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে ওই তিন আসামিকে গ্রেপ্তার করা হয়।

গাঁজা পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যান। ছবি : ডিএমপি নিউজ

তিনি বলেন, পরে তাঁদের কাছ থেকে ৮ কেজি গাঁজা ও গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।

শাহিদুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতরা কুমিল্লা সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকা ও এর আশপাশের এলাকায় বিক্রি করতেন।

তাঁদের বিরুদ্ধে পল্টন থানায় মামলা হয়েছে বলেও জানান গোয়েন্দা এই কর্মকর্তা।