প্রতীকী ছবি

বাছাই পর্ব দিয়ে আজ রোববার শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর।

আসরটি ভারতের মাটিতে হওয়ার কথা থাকলেও করোনার কারণে তা এখন ওমান ও সংযুক্ত আরব আমিরাতে হচ্ছে। তবে পুরো বিশ্বকাপের আয়োজক ভারতীয় ক্রিকেট বোর্ডই (বিসিসিআই) থাকছে। খবর বাসসের।

সর্বশেষ ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়েছিল। এরপর ২০১৮ সালে হওয়ার কথা ছিল। কিন্তু ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপের জন্য ২০১৮ সালের আসরটি বাতিল করা হয়।

সূচি অনুযায়ী ২০২০ সালে অস্ট্রেলিয়ার মাটিতে হওয়ার কথা থাকলেও করোনার কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হয়ে যায়। এবার ২০২১ সালে হচ্ছে সপ্তম টি-টোয়েন্টি বিশ্বকাপ।

এবারের আসরে ১৬টি দল অংশ নিচ্ছে। বাছাই পর্বের দুই গ্রুপে রয়েছে আটটি দল। আর সুপার টুয়েলভে দুই গ্রুপে আছে আটটি দল।

বাছাই পর্বে ‘এ’ গ্রুপে খেলবে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নামিবিয়া ও নেদারল্যান্ডস। বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। সেখানে তাদের প্রতিপক্ষ ওমান, পাপুয়া নিউগিনি ও স্কটল্যান্ড।