পরিবহন মালিক সমিতির প্রতিনিধিদের সঙ্গে সোমবার মতবিনিময় সভা করে হাইওয়ে পুলিশ। ছবি: হাইওয়ে পুলিশ

বাংলাদেশ কাভার্ড ভ্যান-ট্রাক প্রাইমমুভার পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশন এবং গাজীপুর ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির সঙ্গে সোমবার মতবিনিময় সভা করেছে হাইওয়ে পুলিশ।

হাইওয়ে পুলিশপ্রধান অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন খান, বিপিএম (বার)-এর সভাপতিত্বে বেলা সাড়ে ৪টার দিকে হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলনকক্ষে এ সভা হয়।

সভায় হাইওয়ে পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভার শুরুতেই বাংলাদেশ কাভার্ড ভ্যান-ট্রাক প্রাইমমুভার পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশন এবং গাজীপুর ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির পক্ষে থেকে হাইওয়ে পুলিশপ্রধানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সভায় হাইওয়ে পুলিশপ্রধান বলেন, ‘বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যানসহ সকল পণ্য পরিবহন মালিকগণ হচ্ছে সেবাপ্রত্যাশী। তাই তাদেরকে সর্বোচ্চ সেবা প্রদানের মাধ্যমে উভয়ের মধ্যে পারস্পরিক সম্পর্ক স্থাপনের প্রয়োজন। এ ছাড়াও মহাসড়কে চলাচলরত সকল প্রকার যানবাহনের নিরাপত্তা নিশ্চিতকল্পে ও জনগণের প্রত্যাশা পূরণে এবং অপরাধ দমনে সবাইকে একযোগে কাজ করতে হবে।’